মোল্লা টাওয়ারের ১ম বর্ষপূর্তি উপলক্ষে মিলাদ মাহফিল 

আগের সংবাদ

রাজনৈতিক ও ধর্মীয় সভা সমাবেশের প্রতিবন্ধক হয়ে উঠছেন কি মনোহরদীর ইউএনও হাছিবা খান?

পরের সংবাদ

রায়পুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪ , ৩:১১ অপরাহ্ণ

নরসিংদী রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক পুর্নবাসন কর্মসূচির আওতায় রবি মৌসুমের বিভিন্ন ফসলের (গম, সরিষা, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ) কৃষি আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ অক্টোবর) উপজেলা পরিষদের সভা কক্ষে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান।

অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সোহেল রানা, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ এমরান চৌধুরী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আনোয়ার হোসেন সহ উপকারভোগী প্রান্তিক কৃষকগণ উপস্থিত ছিলেন।

এসময় উপজেলার ১৪৫০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ১কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।

নরসিংদী মিরর/এফএ