নরসিংদীতে যথাযথ মর্যাদায় অমর একুশে পালিত

আগের সংবাদ

রায়পুরা মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

পরের সংবাদ

ফসলের সঙ্গে এ কেমন শত্রুতা!

মিরর ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৪ , ৮:৩০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় রহিম ভূইয়া নামের এক কৃষকের ৫২ শতাংশ জমির লাউ ক্ষেত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার হাসনাবাদ নয়াহাটি গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ভোক্তভোগী কৃষক রহিম ভূইয়া জানান, হাসনাবাদ নয়াহাটি গ্রামে আড়িয়ালখাঁ নদীর তীরে তার ৫২ শতাংশ জমিতে লক্ষাধিক টাকা ব্যয়ে লাউ চাষ করেন তিনি। দীর্ঘদিন পরিচর্যার ফলে মাচায় লাউ নামতে শুরু করে। কিন্তু মঙ্গলবার সকালে তিনি ক্ষেতে গিয়ে দেখেন তার সবগুলো লাউগাছ কাটা।

তিনি আরো জানান, জমি নিয়ে বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরেই দুর্বৃত্তরা তার এমন ক্ষতি করেছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় কৃষক রহিম ভূইয়া বাদী হয়ে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নরসিংদী মিরর/এফএ