নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লাগা আগুনে পুড়ে হামিম মিয়া (২) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় চারটি ঘরসহ আসবাবপত্র পুড়ে গেছে।
মঙ্গলবার (৯ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার চরাঞ্চলের শ্রীনগর ইউনিয়নের ভেলুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু হামিম ওই এলাকার সৌদি প্রবাসী শফিকুল ইসলামের ছেলে। আগুন লাগার সময় শিশুটি ঘরে একা ঘুমিয়ে ছিলেন বলে জানায় তার স্বজনরা।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হামিম ঘরে ঘুমিয়ে ছিল। এ সময় তার মা তানিয়া বেগম বড় ছেলেকে নিয়ে বাহিরে যায়। এর মধ্যে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে যায় ঘরে। মূহুর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশে। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকাবাসী চারঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে ঘরের ভেতরে মারা যায় হামিম।
তানিয়া বেগম বলেন, হামিমকে একা ঘরে ঘুম পাড়িয়ে বড় ছেলেকে নিয়ে বাড়ির বাহিরে যাই। এর কিছুক্ষণ পরে খবর পাই ঘরে আগুন লাগছে। এসে দেখি আগুনে পুড়ে আমার হামিম মারা গেছে।
শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান বলেন, চরাঞ্চল হওয়ায় ফায়ার সার্ভিসকে কেউ খবর দেয়নি। স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
রায়পুরা থানার এসআই বাপ্পি কবিরাজ বলেন, শিশুটির পুরো শরীর আগুনে পুড়ে গেছে। ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
নরসিংদী মিরর/এফএ