চেক বিতরণ করেন রাজিউদ্দিন আহমেদ রাজু, এমপি
নরসিংদীর রায়পুরায় নিজ ঐচ্ছিক তহবিল থেকে অস্বচ্ছল ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেছেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু।
মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে ৮৯ জন অস্বচ্ছল নারী-পুরুষের মাঝে ৪ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূঞা মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা।
নরসিংদী মিরর/এফএ