আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী পালিত হয়েছে।
সামাজিক সেবামূলক সংগঠন “আমরা মনোহরদীর কন্ঠ” এর উদ্যোগে ও মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল১০:০০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত নোয়াকান্দী হাজী আলীম উদ্দীন উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি পালিত হয়। এসময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ অত্র এলাকার চার শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
সংগঠনের উপদেষ্টা ও লেবুতলা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বাচ্চুর পরিচালনা ও বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথ ছিলেন মনোহরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন আকন্দ। এতে স্বাগত বক্তব্য রাখেন আমরা মনোহরদীর কন্ঠের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ সাইদুর রহমান। এছাড়াও আলোকিত মনোহরদী সংগঠনের পক্ষে শুভ আহমেদ সাদ, আপনজন সংগঠনের পক্ষে সোহাগ মিয়া, নতুন স্বপ্ন বাংলাদেশ সংগঠনের পক্ষে সুমন রানা, এসো বাঁচতে শিখি সংগঠনের পক্ষে আমেনা আক্তার অমি, মাতৃছায়া ব্লাড ফাউন্ডেশনের পক্ষে সভাপতি শাকিল মাহমুদ পাভেল, আমরা মনোহরদীর সন্তান সংগঠনের পক্ষে হারুন অর রশিদ বক্তব্য রাখেন। এ সময় আমরা মনোহরদীর কন্ঠ সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, সহ সাংগঠনিক সম্পাদক বাবু সুমন রাজ সহ সংগঠটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসা শিক্ষার্থী ফারিয়া জান্নাত বলেন, সবারই রক্তের গ্রুপ জানা জরুরী। এখানে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করছে জেনে আমিও রক্তের গ্রুপ পরীক্ষা করে নিলাম।
এ কর্মসূচীকে ঘিরে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। অনুষ্ঠানে মনোহরদী উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।