নরসিংদীর মনোহরদীতে মাদ্রাসার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বীরগাঁও গ্রামে সাবেক পুনাক সভাপতি হাবিবা জাবেদ এর অর্থায়নে পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসার অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় ১১ জন শিক্ষার্থীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট এক লক্ষ দশ হাজার টাকা আর্থিক সহায়তা দেয়া হয়।
পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও দৈনিক দেশ রুপান্তর পত্রিকার সিনিয়র রিপোর্টার তোফাজ্জল হোসেন রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, মনোহরদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহামুদ সাদী, কৃষ্ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান দুলাল (বি এস সি), কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক আকন্দ, পশ্চিম বীরগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান পাঠানসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।