আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন চালুর দাবিতে মানববন্ধন 

আগের সংবাদ

বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের আয়োজনে সংবর্ধনা ও নৌ-ভ্রমণ অনুষ্ঠিত

পরের সংবাদ

পলাশে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত 

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪ , ১০:২৭ অপরাহ্ণ

নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টায় উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কামতাল এলাকার দৃষ্টিনন্দন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামের ফারুক মিয়ার ছেলে সাকিব (১৭) ও একই ইউনিয়নের কেন্দুয়াব গ্রামের মজিবুর রহমানের ছেলে সিয়াম (১৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সাকিব ও সিয়াম নামের দুই বন্ধু তালতলা এলাকা থেকে মোটরসাইকেলে করে ঘোড়াশালের দিকে যাচ্ছিল। কামতাল এলাকার দৃষ্টিনন্দন সড়কে পৌঁছালে বিপরীত দিক আসা একটি ইটের ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে সড়কের পাশে তারা ছিটকে পড়ে। এসময় ঘটনাস্থলেই সাকিবের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এ ঘটনার পর ট্রলি চালক পালিয়ে গেলেও ট্রলিটি জব্দ করেছে পুলিশ।

নরসিংদী জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদুল কবির বাশার বলেন, ‘সিয়ামকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে তাকে স্যালাইন ও অক্সিজেন দেওয়া হয়। ১৫ মিনিট হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সিয়ামের মৃত্যু হয়।’

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’