গতকাল সোমবার সকাল ১১টায় ঘোড়াশাল পৌর এলাকা ওয়াপদা রোডে উদ্বোধন হয় আনোয়ারা মেডিকেল কমপ্লেক্স। প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র শরীফুল হক প্রমুখ।
“সঠিক রোগ নির্ণয় ও সল্প মূল্য চিকিৎসা সেবা লক্ষে আনোয়ারা মেডিকেল কমপ্লেক্স” এই স্লোগানে প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহমেদুল হক আশরাফ বলেন, পলাশ তথা কালিগন্জ থাকার মধ্যে এটাই এক মাত্র শীতাতাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক চিকিৎসা সেবা বিশিষ্ট মেডিকেল কমপ্লেক্স। যেখানে মনোরম পরিবেশ আমরা চিকিৎসা সেবা দিচ্ছি।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবুল হক আরিফ বলেন, ব্যবসায় নয় সেবাই আমাদের লক্ষ। আনোয়ারা মেডিকেল কমপ্লেক্স হয়ে উঠুক নরসিংদী ও কালিগন্জ বাসীর এক মাত্র আস্থা ও ভরসার জায়গা।”