শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে নরসিংদীর আমদিয়া ছেরেন্দা প্রাইম সিটি মাঠে এমপি দিলীপ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এ ফাইনাল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক, পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, ঘোড়াশাল পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান ভূঁইয়া, আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিমউদ্দীন ভুঁইয়া রিপন, মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান মাহাবুবুল হাসান, আমদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাদিকুর রহমান লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আমদিয়া ইউনিয়ন পরিষদের সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগ সহ এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।
খেলায় ছেরেন্দা ফুটবল একাদশ ও আখালিয়া ফ্রেন্ডস ক্লাব এই দুটি দলের মধ্যে তীব্র প্রতিযোগিতা ছিল। ১৬টি দলের বিপক্ষে তারা ফাইমাল ম্যাচে অংশগ্রহণ করে। টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলায় ছেরেন্দা ফুটবল একাদশ দল আখালিয়া ফ্রেন্ডস ক্লাবকে ১-০ গোলে হারিয়ে জয় লাভ করে। এ টুর্নামেন্টের অংশগ্রহনকারি ১৬টি দলের মধ্যে বেলাভ জাবেদ সেনা একাদশ কে সেরা দল হিসেবে পুরস্কৃত করা হয়েছে।