আজ সকালে ঘোড়াশাল পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শ গ্রামের রাস্তা উদ্বোধন করেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরিফুল হক শরিফ।
ঘোড়াশাল পৌরসভার উন্নয়ন উপলক্ষে এই রাস্তা উদ্ভোধন করা হয়। এ সময় মেয়র শরিফুল হক সাধারণ জনগণের সাথে মত বিনিময় করেন এবং নির্বাচন নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু ও ৫নং ওয়ার্ডের কমিশনার বিল্লাল হোসেন ও ৪, ৫, ৬ – এর মহিলা কমিশনার সুরিয়া বেগম।
মেয়র শরিফুল হক শরিফ বলেন জনগণের স্বার্থে কাজ করে যাবেন। ঘোড়াশাল পৌরসভার জনগণকে অনৈতিক ও অসৎ কাজ থেকে দূরে রাখতে তিনি সচেষ্ট থাকবেন।