নরসিংদীর পলাশে সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুণ্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
২৫ শে অক্টোবর রবিবার বিকাল ৪ টায় পলাশ উপজেলার আদর্শ শিশু শিক্ষা নিকেতন সংলগ্ন মাঠে সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারণ সভায় ২৯ সদস্যের কমিটি ঘোষণা করা হয়।
নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি—রফিকুল ইসলাম শান্ত
সিনিয়র সহ সভাপতি–রাকিবুল হাসান মিশু
সহ সভাপতি—সৈকত আলম
সাধারন সম্পাদক—মাহফুজ গাজি দীপু
যুগ্ন সাধারন সম্পাদক– শাহরিয়ার শ্রাবণ
যুগ্ন সাধারণ সম্পাদক — রফিকুল ইসলাম সুজন
সহ সাধারণ সম্পাদক— আল শাহরিয়ার অয়ন
সহ সাধারণ সম্পাদক — রাইছুল ইসলাম রিসেল
সাংগঠনিক সম্পাদক– আশরাফুল ইসলাম
সহ সাংগঠনিক সম্পাদক –জোবায়ের আহমেদ পাবেল
সহ সাংগঠনিক সম্পাদক–মোঃরোহান
সহ- সাংগঠনিক সম্পাদক — শুভদ্বীপ দেবনাথ
প্রচার সম্পাদক— মোঃ ফারদিন হাসান দিপ্ত
উপ প্রচার সম্পাদক—জিহাদ মোল্লা
অর্থ সম্পাদক– মোহাম্মদ সাইফুল ইসলাম
প্রকাশনা বিষয়ক সম্পাদক–আশিক আহমেদ
দপ্তর সম্পাদক–মাহফুজ হাসান তানজিম
আইন বিষয়ক সম্পাদক–সানিউল হক জুনাইদ
ব্যাবস্থাপনা সম্পাদক —সামিউর রহমান মাহি
রক্ত সংগ্রহ বিষয়ক সম্পাদক– জিয়াউল হাসান ফাহিম
ছাএ বিষয়ক সম্পাদক– এস. এম. শামসুদ্দোহা
ক্রীড়া বিষয়ক সম্পাদক–নিহাদ
কার্যনিবাহীসদস্য–মাহমুদুল হাসান দোলন
কার্যকরী সদস্য–জাহিদ হাসান
কার্যকরী সদস্য–মাহমুদুল হাসান রাফাত
কার্যকরী সদস্য– শান্ত
কার্যকরী সদস্য–জোবায়ের হোসেন
কার্যকরীসদস্য–আলভীর হাসান আবির
কার্যকরী সদস্য –বিপুল বিশ্বাস
কার্যনির্বাহী কমিটির ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্দীপ্ত তারুণ্য এর অভিভাবক সদস্য জাহিদ ভূইয়া, নজরুল সিকদার,আমেনা বেগম,সোহেল মিয়া, মমিন ও আরিফুল। অভিভাবক সদস্যরা উদ্দীপ্ত তারুণ্য পরিবার এর কার্যনির্বাহী কমিটির সবাইকে দিক নির্দেশনা মূলক বক্তব্য দিয়েছেন এবং সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
উদ্দীপ্ত তারুণ্য পরিবার এর সদস্যরা বলেন, তারা আগামি দিনেও সব সময় মানুষের সেবায় নিয়োজিত থাকবে। নতুন কমিটির সকল সদস্য তাদের সকল কাজ যথাযথ সম্মান এর সহিত করে যাবে।
উল্লেখ্য, ১ বছর আগে এই পলাশের মাটিতে উদ্দীপ্ত তারুণ্য এর পথ চলা শুরু হয়। এই এক বছর এর মধ্যে উদ্দীপ্ত তারুণ্য পলাশের মানুষের সেবায় নিয়োজিত ছিল। তারা করোনার প্রথম থেকে মাস্ক বিতরণ, জনসচেতনতা মূলক মাইকিং, লিফটের বিতরন, নরসিংদী ২ সংসদ সদস্য নিজ তহবিল হতে ত্র্যান সামগ্রি বিতরনে সেচ্ছাসেবী হয়ে কাজ করা,উদ্দীপ্ত তারুন্য এর নিজ তহবিল হতে কয়েক বারে ত্রান, ঈদ উপহার সহ ৬৫০ জনের মধ্যে খাবার বিতরণ এবং ২৮০+ ব্লাড ডোনেট সহ আরো সামজ সেবা মূলক কাজের মাধ্যমে পলাশ উপজেলার মানুষের মনে জায়গা করে নেয়।