নরসিংদীর পলাশ উপজেলায় ৭৫ জন গরীব কৃষকদের মাঝে শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার রুমানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজ বিতরণে অংশ নেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।
বীজ পেয়ে দরিদ্র কৃষকদের মাঝে হাসি ফুটে উঠে। বিভিন্ন সরকারি সহায়তা পাওয়া গেলে পলাশকে কৃষিতে সমৃদ্ধ এলাকায় পরিণত করার আশা ব্যক্ত করেন তারা।