নরসিংদীতে ইয়াবাসহ আব্দুর রহমান (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শনিবার রাত ৯ টায় শহরের আমিরাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুর রহমান ভূইয়া শহরের আমিরাবাদ এলাকার মৃত মাজু মিয়ার ছেলে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপম কুমার সরকার জানান, শনিবার রাতে ডিবি নরসিংদীর এসআই নূরে আলম হোসাইন অভিযান পরিচালনা করে আমিরাবাদ এলাকায় আঃ রহমানের বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আঃ রহমান ভূইয়াকে গ্রেপ্তার করেন। এসময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য দশ হাজার পাঁচশত টাকা।
আর গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে দুইটা মাদক মামলা আছে। এ সংক্রান্তে সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করা হয়েছে।