মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে মিলিয়ন ডলার প্রজেক্টে থেকে ঘুষ গ্রহনের মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। রাষ্ট্রিয় প্রকল্প থেকে ঘুষ গ্রহনের দায়ে সদ্য সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ৭টি অভিযোগের সবগুলোতেই সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। ১ মিলিয়ন ডলারের এ প্রকল্প ঘুষের অভিযোগে দায়ের করা ৫ মামলার প্রথম মামলায় এ িঅভিযোগ গঠন করা হলো।
আদালতে বিচারক বলেন অভিযুক্ত নাজিবের আইজীবিরা সরকারি প্রকল্পের ফান্ড থেকে সাবেক এ নেতার ব্যক্তিগত এ্যাকাউন্টে ৪২ মিলিয়ন রিঙ্গিত স্থানান্তরের কোন ব্যাখ্যা দিতে পারেননি। তাছাড়া সাবেক অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা ৬৭ বছর বয়স্ক নাজিব বিভিন্ন লোন প্রদানের ক্ষেত্রেও ক্ষমতার অপব্যবহার করেছেন। এসব অভিযোগ প্রমাণিত হলে কয়েক দশকের জেল হতে পারে সাবেক এ নেতার। তাছাড়া ৬ দিন আগে দেশটির উচ্চ আদালত কর ফাকির অভিযোগে ৪০০ মিলিয়ন ডলার অর্থ প্রদানের নির্দেশ দিয়েছিল।