ট্রেনের ৫০০ বগিতে হচ্ছে করোনার বেড

আগের সংবাদ

সকল ইউনিয়নে আলোকিত মনোহরদীর বৃক্ষ রোপন

পরের সংবাদ

বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি ইতালির

মিরর ডেস্ক

প্রকাশিত: জুন ১৪, ২০২০ , ৮:৪১ অপরাহ্ণ

করোনা ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন আবিষ্কারে বিভিন্ন দেশ তাদের প্রচষ্টা অব্যাহত রেখেছে। ইতালি বিশ্বের প্রথম দেশ হিসেবে ভাইরাসটি প্রতিরোধে মানব দেহে ব্যবহারের জন্য সফল একটি ভ্যাকসিন আবিষ্কারের দাবি করছে।

ভ্যাকসিনটি নিয়ে কাজ করা তাকিস কোম্পানির প্রধান নির্বাহী লুইগি অরিসিচো বলেন, ভ্যাকসিনটি প্রথমবারের মতো মানবদেহে প্রয়োগের পর তা ভাইরাসটিকে নিয়ন্ত্রণ সরতে সক্ষম হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এটা ভ্যাকসিন তৈরীতে অনেক বড় আগ্রগতি হিসেবে বলছেন তিনি। এ গ্রীষ্মের পরেই এটা ব্যাপক আকারে মানব দেহে পরীক্ষ করা হবে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান।

স্পালানজানি হাসপাতালের সূত্রমতে তারাই বিশ্বে প্রথম কোন ভ্যাকসিন ব্যবহার করে করোনাকে স্তিমিত করতে সমর্থ হয়েছে। গবেষকরা ভ্যাকসিনটি প্রথম ইঁদুরের উপর প্রয়োগ করে দেখেছে। এতে দেখা গেছে ইঁদুরের শরীরে এন্টিবডি তৈরী হয়েছে যা করোনা ভাইরাসকে অন্য সেলে প্রবেশ করতে বাধা দিতে সক্ষম হয়েছে।

দেশটির সকল গবেষক মিলে ভ্যাসটিনটি সফল করতে কাজ করছে। তাছাড়া তারা এ কাজে দেশি-বিদেশি সকল বিজ্ঞানীদের সহায়তা চেয়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় ২ লাখের বেশি মানুষ সংক্রমিত হয়েছে।

নকিব