করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে বিভিন্ন দেশ বিভিন্ন নতুন নতুন কৌশল অবলম্বন করেছে। তবে এবার করোনা থেকে সুরক্ষা পেতে ব্যতিক্রমী পদ্ধতি ব্যবহার করছে থাইল্যান্ডের ব্যবসায়ীরা। লকডাউন তুলে নেয়ায় শপিংমলে মানুষকে হাত পরিষ্কার করতে হ্যান্ড স্যানিটাইজার নিয়ে এগিয়ে আসছে রোবট কুকুর।
কে-৯ নামের এসব কুকুর ছোট শিশু ও আগত ক্রেতাদের হাত ধোয়ায় সহায়তা করছে। দেশটিতে প্রাথমিক পর্যায়ে থাকা ৫জি ইন্টারনেটের মাধ্যমে এসব কুকুর নিয়ন্ত্রণ করা হচ্ছে। ক্রেতাদের আকৃষ্ট করতে ব্যাংককের অনেক সুপার শপে এসব কুকুর দেখা যাচ্ছে। হাতে হ্যান্ডর স্যানিটাইজার দেয়ার পাশাপাশি ক্রেতাদের তাপমাত্র মাপার কাজও করতে পারে হাইটেক এসব রোবটগুলো।
উল্লেখ্য, দেশটিতে করোনা ভাইরাসে ৩ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ৫৮ জনের। তবে এখন বিভিন্ন সতর্কতা অবলম্বন করে লকডাউন তুলে নেয়া হয়েছে।