করোনা ভাইরাসে বিপর্যস্ত অবস্থায় ছিল ইউরোপের অন্যতম দেশ ইতালি। তবে আক্রান্তের সংখ্যা কমতে থাকায় আগামী ৩ জুন থেকে দেশটিতে লকডাউন তুলে নেয় হচ্ছে। সবার চলাচল স্বাভাবিক করতে ইতোমধ্যে একটি ডিক্রি জারি করেছে। ফলে মানুষ এক প্রদেশ থেকে অন্য প্রদেশে চলাচল করতে পারবে।
দেশটিতে ২ মাসের বেশি সময় লকডাউন থাকার পর অর্থনীতি খুলে দিতে এটি একটি বড় পদক্ষেপ। ইতালি বিশ্বের সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়া দেশগুলোর মধ্যে অন্যতম। সেখানে এখন পর্যন্ত ৩১ হাজার ৬০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। যা যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর তৃতীয় সর্বোচ্চ। তবে গত কয়েকদিন যাবৎ দেশটিতে মৃত ও আক্রান্তের সংখ্যা কমে এসেছে।
উল্লেখ্য, ইউরোপের প্রথম দেশ হিসেবে ইতালি সারাদেশে কঠোর লকডাউন জারি করেছিল।