করোনা ভাইরাসের কারণে ২ মাস লকডাউনে থাকার পর অর্থনীতি খুলে দেয়া হচ্ছে অস্ট্রেলিয়াতে। মানুষকে আবার কাজে ফেরাতে শুক্রবার (১৫ মে) থেকে প্রথমে রেস্টুরেন্ট, ক্যাফে ও বারগুলো খুলে দেয়া হয়েছে। দেশটির পরিসংখ্যান দপ্তর থেকে রেকর্ড সংখ্যক মানুষের কর্মহীন হয়ে যাওয়ার রিপোর্ট প্রকাশের একদিন পরই লকডাউন শিথিল করা হলো।
দেশের আরও অর্থনৈতিক খারাপ অবস্থা অপেক্ষা করছে বলে সতর্ক করেছে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিস। সিডনিতে অনেকদিন পর মানুষ তাদের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়ে বিভিন্ন ক্যাফেতে আড্ডা দিতে দেখা গছে। একই সময়ে ১০ জনের বেশি একত্রিত না হওয়ার নির্দেশনা রয়েছে।
উল্লেখ্য, দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ হাজারের বেশি মানুষ এবং মৃত্যু হয়েছে মাত্র ৯৮ জনের।