করোনা ভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। একটি কার্যকরী ভ্যাকসিনের জন্য অপেক্ষা করছে সারা পৃথিবী। বিশ্বে দেশে দেশে বিজ্ঞানীদের ঘুম হারাম হয়ে গেছে প্রতিষেধক আবিষ্কারের নেশায়। কে কার আগে টিকা বানাবে সেটা নিয়ে অঘোষিত এক লড়াইও চলছে। এরই মধ্যে বিশ্বের বর্তমান ও সাবেক নেতারা ভ্যাকসিন আবিষ্কার হলে তা সকলের জন্য ফ্রি করে দেয়ার দাবি জানিয়েছেন।
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা এবং পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খানের উদ্যোগে বিশ্বের ১৪০ সাবেক ও বর্তমান নেতা এক খোলা চিঠিতে ভ্যাকসিনের পেটেন্ট উন্মুক্ত রাখার কথা বলেন। বিজ্ঞান এ সময়ে দেশগুলোর মধ্যে শেয়ার করা উচিত বলে তারা মনে করেন। সামনের সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক সাধারণ মিটিং হবে। সে মিটিংয়ে এ বিষয়ে আলোচনা হবে।
চিঠিতে বলা হয় বিশ্বের সকল সরকার ও আর্ন্তজাতিক সংস্থাকে এ বিষয়ে একমত হয়ে নিশ্চিত গ্যারান্টি দিতে হবে যে যখন কার্যকর ভ্যাকসিন আবিষ্কার হবে তখন দ্রুত তা উৎপাদন করে বিশ্বের সকল দেশের জন্য সহজলভ্য করতে হবে এবং তা করতে হবে সম্পূর্ণ বিনামূল্যে।