মনোহোরদীতে নৌকার প্রচারণায় ব্যারিস্টার তৌফিকুর রহমান

আগের সংবাদ

বেলাবতে পাটুলির হাবিশপুর মাজার সরকারি বিদ্যালয়ের ভবন উদ্বোধন

পরের সংবাদ

“শিক্ষাবন্ধু” খেতাব পেলেন নরসিংদীর কৃতি সন্তান আব্দুল কাদির মোল্লা

নাদিয়া ভূইঁয়া

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২১ , ১০:১৭ অপরাহ্ণ

নরসিংদীর কৃতি সন্তান, দান বীর, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লাকে শিক্ষাবন্ধু খেতাব দিয়েছে এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি।

আব্দুল কাদির মোল্লা নরসিংদী জেলার মনোহরদী থানার পাঁচকান্দি গ্রামে ১৯৬১ সালের ৮ই আগষ্ট জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল মজিদ মোল্লা আর মাতা নূরজাহান বেগম। ১৯৭৪ সালে ৮ম শ্রেণীতে থাকা অবস্থায় বাবার মৃত্যু হয়।

নিজেকে তৈরী করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাঁর। জীবন সংগ্রামের শুরুর দিকে কারিগরি শিক্ষা নিয়ে পাড়ি জমান সিঙ্গাপুর। পাঁচবছর পর দেশে ফিরে এসে চাকুরী করেন তিতাস গ্যাস কোম্পানিতে। এরপর প্রতিষ্ঠা করেন থার্মেক্স গ্রুপ। যা আজ দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়িক প্রতিষ্ঠান।

মানবতার মূর্ত প্রতীক, শিক্ষানুরাগী, দানবীর থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও পরিচালক জনাব আব্দুল কাদির মোল্লা। নরসিংদীকে বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে আদর্শিক জেলা, নৈতিক জেলা, শিক্ষানগরী হিসেবে পরিচিত করার লক্ষ্যে `মানুষ মানুষের জন্য, সেবাই আমাদের অঙ্গীকার’ এই মিশন এন্ড ভিশন নিয়ে গড়ে তোলেন পিতার নামে মজিদ মোল্লা ফাউন্ডেশন।

ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে আয়ের লভ্যাংশের ২৫% ব্যায় করেন মানবকল্যাণে। দক্ষ মানব সম্পদ গড়ার ভিশন নিয়ে ১৯৯৫ সালে নিজ গ্রামে প্রতিষ্ঠা করেন ‘পাঁচকান্দি ডিগ্রী কলেজ’। ২০০৬ সালে নরসিংদী শহরে প্রতিষ্ঠা করেন নিজের নামে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ যা শুরু থেকেই বাজিমাত। পরপর তিনবার দেশের মধ্যে ২য় স্থান।

এর ধারাবাহিকতায় প্রতিষ্ঠা করেন স্ত্রীর নামে এনকেএম হাই স্কুল এন্ড হোমস ও আব্দুল কাদির মোল্লা ইন্টারন্যাশনাল স্কুল। এই প্রতিষ্ঠান চারটি মজিদ মোল্লা ফাউন্ডেশন কর্তৃক সরাসরিভাবে পরিচালিত।