বাঁংলার ঘরে ঘরে আগে এমন কিছু জিনিস পাওয়া যেত,যেগুলি এখন নাম শোনা গেলেও দেখা পাওয়া দুস্কর ৷ অথচ এই ঐতিহ্যবাহী জিনিসগুলি বছরের পর বছর ধরে বাংলার সংস্কৃতির এক একটি উপাদান ৷ বাংলার ঐতিহ্যের ধারক ও বাহক ৷ যেগুলি বাংলার গৃহস্থের সচ্ছলতা ও সুখসমৃদ্ধির প্রতীক হিসেবে প্রচলিত ছিল ৷
দিন দিন বিলীন হয়ে যাচ্ছে এইসব হস্তশিল্প ৷ আগের মতন তেমন একটা চোখে পড়ে না এসব পন্য ৷ এক সময় আমাদের পলাশে বাঁশের তৈরি এই জিনিসের অনেক প্রচলন ছিল ৷ তখন প্রতি বাড়িতেই গেলে কিছু না কিছু হস্তশিল্প নজরে আসতো ৷ কিন্তু বর্তমানে তা নেই বললেই চলে ৷ বর্তমানে কিছু পরিবার এসব হস্তশিল্পের কাজ ধরে রেখেছে ৷ আমরা চাইলেই পারি এই হস্তশিল্প ধরে রাখতে তাদের পন্য ব্যবহার করে ৷
স্থানীয়দের সাথে কথা বলে যানা যায় যে, তাদের পূর্ব পুরুষরাও নাকি এ কাজের সাথে জরিত ছিল ৷ তাদের কাছ থেকেই তারা নাকি এ কাজ শিখেছে ৷ তারা আরো বলেন যে, বর্তমানে প্লাষ্টিক পন্যের প্রতি মানুষের আগ্রহ বেশি ৷ কারণ তা তুলনামূলক দাম কম ও আর্কষনীয় ৷ যে কারনে তাদের তৈরি পন্য বাজারজাত হয় কম ৷
অনেকে এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছে ৷ বর্তমানে এ পেশায় কাজ করা তাদের জন্য দায় হয়ে দাড়িয়েছে ৷ যারা অন্য কোন কাজ পারেনা তারা এ কাজ করছে ৷