প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে পলাশে মিলাদ মাহফিলের আয়োজন

আগের সংবাদ

পুকুরে মাছ চাষে হতাশায় মাছ চাষিরা

পরের সংবাদ

প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা রাবান পূর্বটেক এর পদ্মবিল

ভাপন মিত্র

প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২০ , ৮:৩৫ অপরাহ্ণ

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা জিনারদী ইউনিয়ন এর ৭নং ওয়ার্ড রাবান পূর্বটেক এর পদ্মবিল ৷প্রকৃতির টানে মানুষ বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসে এ পদ্মবিলে ৷ এখানে প্রতি বছরের ন্যায় এবারও পদ্মফুল ফুটেছে যা দেখতে খুব মনমুগ্ধকর ৷ যেদিকেই চোখ যায় চারিদিকে পদ্মফুল আর পদ্মফুল ৷ প্রতিনিয়তই অনেক মানুষ এ পদ্মবিল দেখতে আসে ৷ অনেকে আবার সখের বসে নৌকা নিয়ে ঘুরেঘুরে ফুল সংগ্রহ করতে যায় ৷

স্থানীয় বাসন্দা “সৌরভ দাস” এর সাথে কথা বলে জানা যায় অনেক লোকজন আসে এখানে পদ্মফুল দেখতে ও নৌকা ভ্রমন করতে ৷ অনেকে আবার পদ্মফুল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায় ৷