নরসিংদীর চারটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত

আগের সংবাদ

সাবেক এমপি আব্দুল আলী মৃধার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

পরের সংবাদ

৩৭ এ পা রাখলো সাংবাদিক শাওন খন্দকার শাহিন

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: মার্চ ৮, ২০২৫ , ১:১০ অপরাহ্ণ

শাওন খন্দকার শাহিন, মধ্যবিত্ত পরিবারে ১৯৮৮ সালে এইদিনে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি নরসিংদী সদর উপজেলার কাঁঠালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের মৈষাদী পূর্বপাড়া (মুন্সীবাড়ি)তে।

শিক্ষাগত যোগ্যতা, স্নাতক। সাংবাদিকতা শুরু ২০০৩ সালে। আগ্রহের বিষয় অনুসন্ধান, অপরাধ, দুর্নীতির সংবাদ প্রকাশ করা। এরই ধারাবাহিকতায় তিনি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে বিশেষ ভূমিকা রেখে চলছেন। সেই সাথে সাংবাদিকতার পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে তথ্য-প্রযুক্তিতে বিশেষ ভুমিকা রেখে চলছে।

তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর কম্পিউটারের বিভিন্ন কোর্সের উপর সরকারি ভাবে প্রশিক্ষণ নিয়ে নরসিংদীতে মাধবদী পৌরশহর দক্ষতা প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেন।

বর্তমানে একজন সফল উদ্যোক্তা হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়ের আওতাধীন ‘জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) কর্তৃক নিবন্ধিত ও সনদ প্রাপ্ত একটি অত্যাধুনিক দক্ষতা প্রশিক্ষণ প্রতিষ্ঠান এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট- মাধবদীর পরিচালক ও একাডেমী প্রধান হিসেবে দায়িত্বে আছেন। তার জীবিকা নির্বাহের প্রধান উৎস ফ্রিল্যান্সিং ও ওয়েব ডেভেলপমেন্ট। তবে তিনি গরীব, দুস্ত অসহায় ও কোরআনে হাফেজদের বিনামূল্যে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন।

-দেশের সুনামধন্য স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টিভি ও দৈনিক খবরের কাগজ পত্রিকার নরসিংদী জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। তিনি কিশোর কাল থেকে দৈনিক আজকের বিনোদন, দৈনিক গণজাগরণ, দৈনিক খোলা কাগজ, দৈনিক বাংলা পত্রিকায় সুনামের সাথে কাজ করেছেন।

সাংবাদিক শাওন খন্দকার শাহিন।

সাংগঠনিক ভাবে মাধবদী থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও নিরাপদ সড়ক চাই মাধবদী থানা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আন্তর্জাতিক মানবাধিকার কমিশন-বাংলাদেশ চ্যাপটারের সাংগঠনিক সম্পাদক এবং এজাহিকাফ পূর্বাঞ্চল শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও শাওন খন্দকার শাহিন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও মাধবদী সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বি.এম.এস.এফ) এর নরসিংদী জেলা শাখা সাংগঠনিক সম্পাদক, নরসিংদী জেলা প্রেস ক্লাবের দায়িত্ব পালন করেছেন।

তিনি সাংবাদিকতা সহ সামাজিক কর্মকাণ্ড ও তথ্য প্রযুক্তিতে বিশেষ অবদান রাখায় আন্তর্জাতিক সংগঠন সহ বিভিন্ন সংগঠন, সংস্থা ও ক্লাব কর্তৃক পুরস্কৃতও হয়েছেন।

সাংবাদিক শাওন খন্দকার শাহিন এর জন্মদিনে নরসিংদী মিরর পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অহর্নিশ শুভকামনা