নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসচ্ছল পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) উপজেলার দক্ষিণ মির্জানগর আসমতেন্নেছা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ফখরুল হাসান এর সভাপতিত্বে এবং সংগঠনের প্রতিষ্ঠাতা মরহুম নাজিম উদ্দিন ভূইয়ার সন্তান এডভোকেট আবেদ হাসান ভূইয়া নিজাম এর সার্বিক তত্ত্বাবধানে গ্রামের অসচ্ছল দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণ মির্জানগর আদর্শ ছাত্রসংঘের সাধারণ সম্পাদক হাফেজ সোলাইমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন দক্ষিণ মির্জানগর আসমতেন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তোফাজ্জল হোসেন, সাবেক ব্যাংকার ও বিশিষ্ট শিক্ষানুরাগী বাহা উদ্দিন ভূইয়া, প্রতিভা মাল্টি এডুকেশনের প্রতিষ্ঠাতা নাছির উদ্দিন ভূইয়া, ইসলামী ব্যাংক কর্মকর্তা নুরুল আমিন ভূইয়া, আদর্শ ছাত্র সংঘের সাবেক সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার সাজ্জাদ হোসেন ভূইয়া কাওসার, আদর্শ ছাত্র সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার কাইজার ভূইয়া ও সমাজসেবক হাফেজ জসিম উদ্দিন সহ আরো অনেকে।