রায়পুরা সাংবাদিক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগের সংবাদ

নরসিংদীতে জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

পরের সংবাদ

ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫ , ১১:২৩ অপরাহ্ণ

ঢাকার ডেমরা মাতুয়াইল নিউ টাউন এলাকায় অবস্থিত ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

ফেইথ পয়েন্ট হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান মাওলানা মহিউদ্দিন জামিল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমে দ্বীন ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মাওলানা সাদিকুর রহমান আজহারী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাতুয়াইল নিউ টাউনের আহ্বায়ক মো. নেসার উদ্দীন আহমেদ ও যুগ্ন-আহ্বায়ক মো মোতাছিম বিল্লাহ, হুফ্ফাজুল কুরআন সংস্থা বাংলাদেশ এর চেয়ারম্যান

শায়েখ ক্বারী মাওলানা ইলিয়াস লাহুরী, রয়েল ইকো ল্যান্ড লি: পরিচালক মোঃ রিয়াজ হোসেন

মোনাজাত পরিচালনা করেন দারুন নাজাত সিদ্দিকীয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিগণ হসপিটালটি পরিদর্শন করেন। এসময় হসপিটালের আধুনিক অপারেশন থিয়েটার ও আধুনিক চিকিৎসার ব্যবস্থা এবং কর্মচারীদের আন্তরিকতায় তারা মুগ্ধ হন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহিউদ্দিন জামিল তার বক্তব্যে বলেন, ‘আমি এই প্রতিষ্ঠানটি কোন ব্যবসায়িক উদ্দেশ্যে প্রতিষ্ঠা করিনি। আধুনিক চিকিৎসা দিয়ে মানুষের সেবা করাই আমার প্রথম উদ্দেশ্য। এখানে অসহায় ও গরিব রোগীদের জন্য অল্প খরচে চিকিৎসা নেয়ার ব্যবস্থা রয়েছে। তাছাড়া ২৪/৭ এখানে যেকোন ব্যক্তি চিকিৎসা সেবা নিতে পারবেন।’