পলাশে জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত 

আগের সংবাদ

রায়পুরায় জামায়াতে ইসলামীর গণ সমাবেশ অনুষ্ঠিত

পরের সংবাদ

জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় আহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৪ , ১০:১২ পূর্বাহ্ণ

জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) রাতে টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে পেছন থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। বিষয়টি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানা গেছে।

জানা যায়, রাতে টাঙ্গাইলের যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তার গাড়িটি দুমড়েমুচড়ে যায়। এতে তিনি বুকে, চোখে ও পিঠে গুরুতর আঘাত পান। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকায় আনা হয়, বর্তমানে চিকিৎসার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেসবুক পেজে তার অবস্থার আপডেট জানানো হয়েছে, সেখানে লেখা হয়, ‘আল্লাহর রহমতে তিনি আশঙ্কামুক্ত, পূর্ণ বিশ্রামে আছেন। তার দ্রুত আরোগ্য কামনা করে সবাইকে শঙ্কামুক্ত সংবাদ প্রচারের অনুরোধ জানানো হয়েছে।’ এদিকে জনপ্রিয় দাঈ ও খতিবের দ্রুত সুস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মাওলানা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। ফ্যাকাল্টি ফার্স্ট হওয়ার সুবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি রাষ্ট্রপতি গোল্ড মেডেলপ্রাপ্ত হন। একই প্রতিষ্ঠান থেকে এমফিল ডিগ্রি অর্জনের পর সেখানে পিএইচডি গবেষণারত আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ।

নরসিংদী মিরর/এফএ