মেলা মানেই মিলন,বন্ধন,উৎসব ৷ পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রতিবছর এইখানে ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত হয় ৷ দিনটি হিন্দুধর্মাবলিরা পৌষ সংক্রান্তি হিসেবে পালন করে আসছে ঐতিহ্যবাহী কাল ধরে ৷ প্রতি বছর এই উৎসব ঘিরে বিনিরাইল মাছের মেলা বসে ৷ এখানে অনেক লোক যায় তার শ্বশুর বাড়িতে বেড়াতে আর মাছ কিনতে ৷যে কারনে এটাকে স্থানীয়রা জামাই মেলা ও বলে থাকে৷
এটি কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ড কাপাইস বিনিরাইল এই মাছের মেলা বসে ৷ অনেক দূরদূরান্ত থেকে মাছ বিক্রেতারা আসে মাছ বিক্রি করতে ৷ তাদের দোকানে থরে থরে সাজানো প্রায় সবগুলো মাছই বড় আকারের ৷ এখানে নদীর মাছের পাশাপাশি সামুদ্রিক মাছ ও উঠেছে ৷ ক্রেতাসমাগম ও অনেক ৷ সবাই দর-দাম করে মাছ কিনছেন ৷ মেলায় ভিড় ঠেলে এগুতেই শোনা গেল এক বিক্রেতার হাকডাক আমার রুই মাছ খেলে বাড়িতে যেয়ে ভুলতে পারবেন না ৷
আবার আমাকে খুজে বের করতেই হবে ৷ বিক্রেতার নাম শীবাস দাস ৷ তিনি মেলায় তোলা তার মাছের জানান দিচ্ছে ৷ তার মতো অন্যসব দোকানি ক্রেতা টানতে এতো হাকডাক দিচ্ছে ৷ জনাকীর্ণ শোরগোলে ক্রেতাদের মুখের হাসি বলে দিচ্ছে বড় সাইজের মাছ কম দামে কিনতে পেরে তারা অনেক খুশি ৷ প্রতি বছর এ মেলায় এক থেকে দের লাখ লোকের সমাগম হয় ৷ এবার ও তার ভিন্নটি হয়নি ৷
মাছের মেলা দেখতে নরসিংদী থেকে কাপাইস শ্বশুরবাড়িতে আসছেন মুদি দোকান ব্যবসায়ী আপন দাস ৷ নরসিংদী মিররকে বলেন, পৌষ সংক্রান্তি উপলক্ষে মাছের মেলা দেখতে এসেছি ৷ অনেক দিন থেকে শুনছিলাম এখানে ঐতিহ্যবাহী বিখ্যাত মেলা বসে ৷ সেটা দেখার জন্য গত বুধবার এখানে এসেছি ৷