পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। ১০টি স্টলে দেশীয় ফলের সমারোহে উৎসবমুখর হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।
বৃহস্পতিবার (২২ জুন) দিনব্যাপী ঘোড়াশাল পৌর এলাকার কলেজ প্রাঙ্গণে দেশীয় এ ফল উৎসব অনুষ্ঠিত হয়।
স্টলগুলোতে আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, পেঁপে ছাড়াও বিলুপ্ত প্রায় দেশীয় ফলের ৫৫টি আইটেম স্থান পেয়েছে। বিলুপ্ত ফলের সঙ্গে পরিচয় এবং এ আয়োজনের সঙ্গে সম্পৃক্ত হতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
ফল উৎসবের স্টল পরিদর্শন করেছেন ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা শিক্ষা কর্মকর্তা মিলন কৃষ্ণ হালদার, পলাশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আরিফ পাঠান। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আরিফ পাঠান বলেন, দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে জানা এবং লালন করার মানসে এ ফল উৎসব করা হয়। এতে শিক্ষার্থীদের হাতে কলমে ফলের সঙ্গে পরিচয় করানো হয়।
নরসিংদী মিরর/এফএ