নরসিংদীর পলাশ উপজেলায় নব প্রতিষ্ঠিত পলাশ রেসিডেন্সিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছে চায়না ন্যাশনাল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের (CC7) একটি প্রতিনিধি দল।
সোমবার (৮ মে) কলেজের নিজস্ব ক্যাম্পাসে প্রতিনিধি দলকে স্বাগত জানান কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মোঃ আরিফ পাঠান।
প্রতিনিধি দল বলেন, চীনের সাথে বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। উভয় দেশ শান্তি, সমৃদ্ধি ও স্থিতিশীলতায় বিশ্বাসী। পরস্পরের প্রতি সম্মান রেখেই দুই দেশ এগিয়ে যেতে চায়।
এসময় কলেজের পরিবেশ ও শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি দেখে তারা সন্তোষ প্রকাশ করেন।
নরসিংদী মিরর/এফএ