নরসিংদীর রায়পুরা উপজেলার শতবর্ষী বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) সকালে বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন।
বিদায়ী ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের সাবেক কো-অপ্ট সদস্য মোঃ মিজানুর রহমান, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য ডা. জাহাঙ্গীর আলম, সাবেক সহকারী প্রধান শিক্ষক আঃ মোতালিব, শিক্ষানুরাগী মোঃ আনোয়ারুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী ইমাম, সাবেক সিনিয়র শিক্ষক আমজাদ হোসেন, আহমেদুল কবির এরশাদ, হাজী শামসুদ্দিন ভূইয়া কলেজের পরিচালক মোঃ মাহবুব হোসেন প্রমুখ।
এ বছর বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা এবং ভোকেশনাল শাখা থেকে মোট ১৪৪ জন ছাত্র-ছাত্রী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।
নরসিংদী মিরর/এফএ