শনিবার (৯জানুয়ারি) নরসিংদীর পলাশ নির্বাচনী এলাকার আমদিয়া ইউনিয়নে নিজামউদ্দিন ভুইয়া দারুসসুন্নাহ ইসলামীয়া মাদ্রাসার উদ্ভোধনী ফলক উন্মোচন করেছেন পলাশের সাংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার আশরাফ খান দিলীপ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন জাবেদ, ঘোড়াশাল পৌরসভার মেয়র আলহাজ্ব শরিফুল হক শরিফ, আমদিয়া ইউপি চেয়ারম্যান মো.নাজিমউদ্দীন ভুইয়া রিপন এবং আারও অনেকে।
প্রধান অতিথি হিসেবে জনাব আলহাজ্ব আনোয়ার আশরাফ খান দিলীপ বক্তৃতা প্রদান করেন। এসময় তিনি বলেন,আমদিয়া এলাকার ছাত্রসমাজ যেন দ্বীনশিক্ষা ও দুনিয়াবিশিক্ষায় শিক্ষিত হতে পারে তাই উক্ত মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরও বলেন তিনি তার যোগ্যতা মানুষের জন্য কাজ করে প্রমাণ করবেন। তিনি মানুষের পাশে আছেন এবং থাকবেন,মানব সেবায় তিনি কাজ করে যাবেন।