নরসিংদীতে করোনা ভাইরাসের সময়ে ক্লাশে ফিরতে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে ক্লাস হবে অনলাইনে। আর এজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে জুম কনফারেন্সের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনা সংক্রান্ত একটি ওয়ার্কশপ আয়োজন করা হয়।
শনিবার (১৬ মে) করোনাজনিত উদ্ভূত পরিস্থিতিতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সচল করতে অনলাইন ক্লাস পরিচালনার লক্ষ্যে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকদের অংশগ্রহণে আয়োজিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। এত বিভিন্ন প্রতিষ্ঠানেরপ্রতিনিধিরা অংশ গ্রহণ করেন।
করোনা প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতে স্থবির হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে সচল করতে অনলাইন ক্লাস যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন জেলা প্রশাসক। তিনি তাঁর বক্তব্যে এ কর্মশালার জ্ঞানের যথাযথ প্রয়োগ ঘটানোর জন্য উপস্থিত শিক্ষকবৃন্দের প্রতি আহবান জানান।