করোনার অফিসে মোড়ে মোড়ে দুর্ভোগ

আগের সংবাদ

এবার স্বেচ্ছাসেবীদের পাশে দুই সংগঠন

পরের সংবাদ

ঈদ সামগ্রী নিয়ে

অসহায়দের পাশে নরসিংদী মডেল কলেজ

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১৪, ২০২০ , ৫:৫৪ অপরাহ্ণ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সংকটকালে অসহায় হয়ে যাওয়া ৭৫ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে নরসিংদী মডেল কলেজ। শিক্ষক-কর্মকর্তাদের পক্ষ হতে কলেজ পরিচালনা পর্ষদের সহযোগিতায় এসব উপহার তুলে দেয়া হয়। বৃহস্পতিবার (১৪ মে) এ ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি জনাব শাহরুখ খাঁন।

কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচীতে প্রত্যেক পরিবারকে প্রদার করা উপহার সামগ্রীর মধ্যে ছিল চাউল ৪ কেজি, সোয়াবিন তৈল ০১ লিটার,
মসুর ডাল ৫০০ গ্রাম,চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট ও গোসলের সাবান ১ টি।

তাছাড়া উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী মডেল কলেজের রেক্টর, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী,
কলেজ গভর্নিং বডির সভাপতি অধ্যাপক জাকারিয়া প্রধান, সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ভূঁইয়া,কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল ইসলাম, কলেজের ট্রেজারার মোঃ মোস্তফা আল আমিন, কলেজের উপাধ্যক্ষ রাজিব উল্লাহ রাজিব সহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

নকি