একনজরে আজকের সংবাদপত্র

আগের সংবাদ

হাজারো পরিবারের পাশে একটি ফেসবুক পেজ

পরের সংবাদ

নয়া ভুবনে

আপনাকে খুঁজছি আমরা….

মিরর ডেস্ক

প্রকাশিত: মে ১২, ২০২০ , ৯:৫৮ অপরাহ্ণ

সমাজের চারপাশে ঘটে যাওয়া সকল ঘটনা ওঠে আসুক আপনার ক্যামেরা বা কলমে। মোবাইল-ক্যামেরার এ সময়ে আমরা সবাই সাংবাদিক। তাই সমাজের সকল ইতিবাচক পরিবর্তন বা সংগতি-অসংগতি তুলে আনতে পারেন আপনি। আপনাকেই খুঁজছে নরসিংদী মিরর। “নিরপেক্ষ নয়, সত্যের পক্ষে নির্ভীক” এ স্লোগানে একদলসাহসী আর উদ্যমী তরুণদের খুঁজছি আমরা।

নরসিংদীর সকল  উপজেলা/ ইউনিয়ন এলাকাতে প্রতিনিধি নিচ্ছি। সকল স্কুল/কলেজ/ মাদ্রাসা ক্যাম্পাসে প্রতিনিধি হতে পারেন আপনিও..

  1. উপজেলা প্রতিনিধি হতে যে কোন বিষয়ে অনার্সে অধ্যয়নরত হলেই আবেদন করতে পারেন। এইচএসসি পাস হলেই হবে।

  2. আর ক্যাম্পাস প্রতিনিধি হতে যে কোন শিক্ষা প্রতিষ্ঠানে নবম শ্রেণীতে অধ্যয়নরত হলেই আবেদন করা যাবে।

আপনারা হয়তো অবগত আছেন নরসিংদীতে ৩ জন সাংবাদিক কারাগারে আছেন। এমতাবস্থায় যথাযথ আইনি সহায়তা ও সঠিক সাংবাদিকতার  জন্য
বাছাইকৃতদের বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে। আসুন সমাজ গড়ায় অংশ নেই নিজের কলম, ক্যামেরা আর দৃষ্টিভঙ্গি নিয়ে। আজই আপনার সিভি
মেইল করুন news.mirror@gmail.com এই ঠিকানায়। ভিজিট করুন আমাজের ফেসবুজ পেজ- fb/page/narsingdi.mirror

https://www.facebook.com/Narsingdi.mirror/

নকি