দক্ষিণ মির্জানগর জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ 

আগের সংবাদ

শিবপুরে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৫ , ৯:৫২ পূর্বাহ্ণ

নরসিংদীর শিবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে দীর্ঘ দের যুগ পর প্রকাশ্যে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১লা এপ্রিল) সকালে উপজেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা মুস্তাফিজুর রহমান কাওছার এর সভাপতিত্বে ও সেক্রেটারি মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুসলেহুদ্দীন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল লতিফ খান, কর্মপরিষদ সদস্য মোঃ সাইদুজ্জামান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর জাহাঙ্গীর আলম, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুর রহমান ভূইয়া, সাবেক শিবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক আব্দুর রহমান ভূইয়া, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ শাহাদাত হোসাইন, সাবেক সেক্রেটারি হাসিবুর রহমান অনিক, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ প্রমুখ।

এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নরসিংদী শহর জামায়াতের সাবেক আমীর বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম মানিক মিয়া, নরসিংদী শহর ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি মাহফুজুল আলম নাঈম সহ জেলা, উপজেলার নেতৃবৃন্দ এবং উপজেলার বাহিরে অবস্থানরত সকল পর্যায়ের জনশক্তি উপস্থিত ছিলেন।

নরসিংদী মিরর/এফএ