নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া এর আয়োজনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ মার্চ) নরসিংদী স্টেশন রোডের হলিডে রেস্টুরেন্টে নান্দনিক আয়োজন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ও নরসিংদীর কৃতিসন্তান প্রফেসর ড. মুর্শিদ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকসিস এর সভাপতি ড. মশিউর রহমান মৃধা।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফ উল ইসলাম মৃধা, রায়পুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান পনির, হাজী আবেদ আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সানাউল্লাহ, সাটিরপাড়া কালিকুমার ইনস্টিটিউট ও কলেজের অধ্যক্ষ মোঃ আবু তালেব, রহিমা হক চেতনা বিকাশ মহিলা কলেজের অধ্যক্ষ ড. শফিউল আযম কাঞ্চন, করিমগঞ্জ দারুল উলুম আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নাল আবেদীন ও নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোছাব্বির আহমেদ (নাছির শাহ)।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন নরসিংদী জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোঃ হানিফ মিয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান নাঈম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সদস্য মোঃ ইসমাইল হোসেন। এসময় ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নরসিংদী জেলার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।