সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

আগের সংবাদ

ফেইথ পয়েন্ট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ইফতার ও দোয়া মাহফিল

পরের সংবাদ

রায়পুরা সাংবাদিক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৫ , ১১:২৫ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরা সাংবাদিক ফোরামের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মার্চ) বিকেলে ক্রাউন ক্যাফে এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

সংগঠনের সভাপতি হারুন অর রশিদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদুর রহমান রুবেল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন শ্যামল, নরসিংদী জেলা বিএনপির যুগ্ন-আহ্বায়ক ফাইজুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য রফিকুল আমিন ভূইয়া রুহেল।

এসময় আরো বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা (সদর) জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জাহাঙ্গীর আলম, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, পৌরসভার মেয়র মেয়র হাজী আব্দুল কুদ্দুস উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক নাজমুল হক ভূইয়া মোহন।

রায়পুরা সাংবাদিক ফোরামের উপদেষ্টা মেহেদী হাসান রিপন, আইন বিষয়ক উপদেষ্টা হারুনুর রশিদ, জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক সামসুদ্দিন সামু, উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আহমেদ চৌধুরী মানিক, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম. নুর উদ্দিন আহমেদ, সহসভাপতি এস এম শরীফ, সাধারণ সম্পাদক রফিকুল হক, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি তৌফিকুল হক, সাধারণ সম্পাদক অজয় সাহা।

রায়পুরা সাংবাদিক ফোরামের সিনিয়র সহসভাপতি সাধন দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ, কোষাধ্যক্ষ কাজী শাহাদাত হোসাইন, প্রচার সম্পাদক আল আমিন, কার্যনির্বাহী সদস্য দেলোয়ার হোসেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নরসিংদী মিরর/এফএ