নরসিংদীর রায়পুরা উপজেলার বেলায়েত আলী উচ্চ বিদ্যালয়ের ৪৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিদ্যালয় মাঠে নান্দনিক আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহিদুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোঃ আমিনুল কবীর এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, রায়পুরা থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শিক্ষানুরাগী ও সমাজসেবক এ. কে. এম. জাহাঙ্গীর আলম বাদল।
নান্দনিক এই আয়োজনে বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, সংগীতের তালে তালে বালিকারা হেঁটে চলে, গুপ্তধন উদ্ধার, অন্ধের হাঁড়ি ভাঙ্গা, আকর্ষণীয় বাঁধা বিগ্ন দৌড় সহ বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক প্রতিযোগিতা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন রমনা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ও বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ রুহুল আমীন মোল্লা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রাজু, ইঞ্জিনিয়ার মোঃ শফিকুল ইসলাম খন্দকার ও সদ্য সাবেক সভাপতি মোঃ জাহিদুল ইসলাম মামুন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য মোঃ মোক্তার হোসেন, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শাহিন মিয়া, ডৌকারচর ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মোঃ হাবিবুর রহমান, সহসভাপতি ডা. জাহাঙ্গীর আলম, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান মোল্লা, ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ মোল্লা সহ আরো অনেকে।
এসময় বিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ শতশত দর্শক উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
নরসিংদী মিরর/এফএ