আমার রায়পুরা সংগঠনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নরসিংদী সদরের বাদুয়ারচর ব্রিজ হতে রায়পুরা রেলগেইট পর্যন্ত বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৪ এর ডোনার এবং সেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ফাযিল মাদরাসার মাঠে নান্দনিক আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমাজসেবক ডা. শাহ আলম খন্দকারের সভাপতিত্বে ও আমার রায়পুরা সংগঠনের এডমিন মাওলানা সাইফুল ইসলাম সাইফীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অন্যতম উদ্যোক্তা ও সংগঠনের এডমিন এম. আর মামুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক, লোকসংস্কৃতি গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান, আলোর দিশারী সংগঠনের সভাপতি ডা. তারেক আহমেদ, সমাজ সেবক জহিরুল ইসলাম আপেল, ফ্রান্স প্রবাসী এম ডি হুমায়ুন কবির, চরসুবুদ্ধি উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাহবুবুর রহমান, সেচ্ছাসেবক এনামুল হাসান তামজিদ, আমিরগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান সুরুজ, সেচ্ছাসেবক নাহিদুল ইসলাম নাহিদসহ আরো অনেকে।
প্রসঙ্গত, মানবতাবাদী সংগঠন আমার রায়পুরা সংগঠনের উদ্যোগে রায়পুরা-নরসিংদী সড়কের পাশে লক্ষাধিক টাকা ব্যায়ে শতশত কৃষ্ণচূড়া গাছের চারা রোপণ করা হয়। বৃহৎ এই আয়োজন যাদের অর্থায়ন ও পরিশ্রমের মাধ্যমে সম্পন্ন হয়েছে তাদেরকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা দেওয়ার হয়।
নরসিংদী মিরর/এফএ