বেগম রোকেয়া দিবস-২৪
নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ কার্যক্রমের আওতায় জয়িতাদের সংবর্ধনা আয়োজন করেছে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়।
সোমবার (৯ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ৪টি ক্যাটাগরিতে ৪ জনকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা: ফাতেমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, রায়পুরা সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, উপজেলা রিপোর্টার ক্লাবের উপদেষ্টা বশির আহমেদ মোল্লা, সভাপতি তৌফিকুল হক, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. মোস্তফা খান প্রমূখ।
জয়িতা সংবর্ধিতরা হলেন: অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী- বিলকিছ আক্তার, শিক্ষা ও চাকুরীর ক্ষেত্রে সাফল্য অর্জনকারী- বিনা আক্তার, সফল জননী- সাহিদা রবি ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন- কাকলী তালুকদার।
নরসিংদী মিরর/এফএ