পলাশে ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত 

আগের সংবাদ

পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে স্মরণ সভা অনুষ্ঠিত

পরের সংবাদ

বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের আয়োজনে সংবর্ধনা ও নৌ-ভ্রমণ অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৪ , ১১:২২ অপরাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার ঐতিহ্যবাহি বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে শিক্ষক সংবর্ধনা, পুনর্মিলনী ও নৌকা ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার চরশিবপুরে অবস্থিত স্বপ্নদ্বীপে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

দীর্ঘদিন পর দেশ-বিদেশে অবস্থানরত স্কুলের এসএসসি ২০০৪ ব্যাচের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানের মাধ্যমে একত্রিত হন। দাওয়াত করা হয় স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষকদের। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষকদের ফুলেল সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।

প্রাক্তন শিক্ষকদের ফুলেল সংবর্ধনা ও উপহার প্রদান।

পুনর্মিলনীর এই আয়োজনে দীর্ঘদিন পর ছাত্র-শিক্ষক উপস্থিতি আর স্মৃতিচারণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। নৌকায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্বপ্নদ্বীপের সবুজ পরিবেশে খেলাধুলা, খোশগল্প আর বাহারি খাবারের আয়োজন সকলের মন জুড়িয়ে যায়।

সুমন ভূইয়ার নেতৃত্বে ও মাসুদ, ইকবাল, ফারুক, আলাউদ্দিন, আরিফ, নোয়াব, বাবুসহ ২০০৪ ব্যাচের সাবেক সকল শিক্ষার্থীর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন, সাবেক শিক্ষক আহমেদুল কবির এরশাদ, আব্দুস সালাম, আমজাদ হোসেন, মাওলানা আব্দুল মোমেন ও বাবু হলধর দাস।

একসঙ্গে কয়েকজন বন্ধু।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম, মোঃ আবু বকর, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলী ইমাম সহ স্কুলের বর্তমান শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।