আব্দুর রহমান, রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ১১তম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টায় রায়পুরা উপজেলা পরিষদের কনফারেন্স রুমে রায়পুরা প্রতিনিধির আয়োজনে কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এশিয়ান টেলিভিশনের রায়পুরা প্রতিনিধি মেহেদী হাসান রিপন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহিদ চৌধুরী। রায়পুরা প্রেসক্লাবের সহ-সভাপতি এস. এম. শরীফ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ সোহাগ হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আজহারুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি এম. নুর উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোস্তফা খান, সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক অজয় সাহা প্রমূখ।
এসময় আরো উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, রায়পুরা সাংবাদিক ফোরামের সহ-সভাপতি অহিদুজ্জামান পলাশ, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ ফরহাদ আলম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
নরসিংদী মিরর/এফএ