রায়পুরা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরা উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের খলাপাড়া গ্রামে অবস্থিত জোহরা হাসান বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের একাদশ শ্রেনির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে কলেজের সভাপতি অধ্যাপক ড. গোলাম মোহাম্মদ এর সভাপতিত্বে নবীনদের বরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইংরেজি প্রভাষক শাহিনূর বেগমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, রায়পুরা প্রেসক্লাবের সহসভাপতি এস এম শরীফ মিয়া, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনারা বেগম, ম্যানেজিং কমিটির সদস্য হাজী শফিউল্লাহ, আশরাফ উদ্দিন ভূইয়া, করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুল হাই মাস্টার, আলজামিয়াতু শামসুল উলুম মাদরাসার সদস্য জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক শওকত হোসেন ও সহকারী শিক্ষক ওয়াসিম প্রমূখ।
পরে কলেজের নবীন ও প্রবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে গান পরিবেশন করে আনন্দ উল্লাসে মেতে উঠেন।
নরসিংদী মিরর/এফএ