নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর আছমতেন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি ও জনকল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মরহুম নাজিম উদ্দিন ভূঞার স্মরণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) জনকল্যাণ ফাউন্ডেশন ও আদর্শ ছাত্র সংঘের আয়োজনে দক্ষিণ মির্জানগর ইকরা মডেল মাদরাসায় দিনব্যাপী এই মেডিক্যাল ক্যাম্প চলে। প্রায় দুই শতাধিক নারী-পুরুষ ফ্রি চিকিৎসা সেবা লাভ করেন। তাদেরকে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি বিশিষ্ট লোক সংস্কৃতি গবেষক ও সংগ্রাহক ফখরুল হাসান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ. কে. এম. ফজলুল করিম ফারুক।
আদর্শ ছাত্র সংঘের সাবেক সভাপতি ইকবাল হোসাইন মুরাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচনা হিসেবে বক্তব্য রাখেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম. মোজাম্মেল হক। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুল রহমান ভূঞা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিভা মাল্টি এডুকেশনের প্রতিষ্ঠাতা নাসির উদ্দিন ভূঞা, শিক্ষক নেতা খোরশেদ আলম মাস্টার, আমিরগঞ্জ ইউপি সদস্য মোকাররম হোসেন, আদর্শ ছাত্র সংঘের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন ভূঁইয়া কাউছার, মরহুম নাজিম উদ্দিন ভূঞার ছেলে আবেদ হাসান ভূঞা (নিজাম) ও ডা. আরিফ হাসান ভূঞা (বাদশা)।
এসময় উপস্থিত ছিলেন, আমিরগঞ্জ ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল ডিলার, ৬নং ওয়ার্ড মেম্বার আবু বকর মোল্লা, যুবলীগ নেতা মাকসুদ খান, আদর্শ ছাত্র সংঘের সভাপতি মোজাম্মেল হক জুয়েল, সাবেক সভাপতি মোস্তফা ভূইয়া, সাধারণ সম্পাদক সোলায়মান প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান, সদস্য ফরহাদ আলম, ফারদিন ভূঞাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নরসিংদী মিরর/এফএ