রায়পুরায় এমপির ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

আগের সংবাদ

এবার জ্বলছে রাজধানীর নিউমার্কেট

পরের সংবাদ

দক্ষিণ মির্জানগর আদর্শ ছাত্র সংঘের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ ফরহাদ আলম

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩ , ৯:১২ পূর্বাহ্ণ

নরসিংদীর রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগর আদর্শ ছাত্র সংঘের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) দক্ষিণ মির্জানগর আছমতের নেছা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আদর্শ ছাত্র সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক জুয়েল।

আদর্শ ছাত্র সংঘের সাংগঠনিক সম্পাদক হাফেজ মোহাম্মদ সুলাইমান এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

সংগঠনের সাবেক সভাপতি ইকবাল হোসাইন মুরাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সমাজ সেবক নাসির উদ্দিন ভূইয়া, অধ্যাপক হারুন আর রশীদ ভূঁইয়া, সমাজ সেবক আল আমিন ভূইয়া, কৃষিবিদ শরিফ হোসেন খান, হাসনাবাদ পাবলিক লাইব্রেরির সভাপতি এম আর মামুন, সংগঠনের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন কাউছার।

এসময় আরো উপস্থিত ছিলেন, শিক্ষকনেতা সাখাওয়াত হোসেন, সাংবাদিক এস এম শরীফ, প্রভাষক ফয়সাল আহমেদ, আমিরগঞ্জ ইউপি সদস্য আবু বকর, যুবনেতা তায়েফ ভুইয়া, সংগঠনের সাবেক সভাপতি মোস্তফা ভূইয়া, সাবেক সাধারণ সম্পাদক আল মামুন সরকার, হাসনাবাদ পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক গাজী লুৎফর রহমান রবিনসহ আদর্শ ছাত্র সংঘের সকল সদস্য, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নরসিংদী মিরর/এফএ