নরসিংদী জেলার পলাশ উপজেলার দুরন্ত পলাশ সামাজিক সৎগঠনের উদ্যোগে ইফতারের আয়োজন করা হয়।
পলাশ উপজেলার পলাশ এমদাদুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় এতিম ছাত্রদের মাঝে ইফতার বিতরন করা হয়।
এ ছাড়া চরসিন্দুর,তালতলি বাজার,ডাঙ্গা কাজৈর, ঘোড়াশাল, ওয়াপদ গেইট সহ ৬টি স্থানে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
এ বছর রোজার শুরু থেকে প্রতিদিনই এভাবে নিম্নআয়ের ও অসহায় মানুষের জন্য ইফতারের আয়োজন ও দেশব্যাপী করোনা থেকে মুক্তির জন্য দোয়া করছে সংগঠনটি।
এ সময়ে উপস্থিত ছিলেন দূরন্ত পলাশ সংগঠনের সভাপতি মাসউদুল ইসলাম রানা,সিনিয়র সহ সভাপতি মোঃমেজবাহ্ উদ্দিন ভুইয়া,সহ সাধারণ সম্পাদক আব্দুল বাতেন ভূইঁয়া, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়, সহ- সাংগঠনিক সম্পাদক তৌকি বিল্লা,আইটি সম্পাদক ফাহাদ হাসান অভি,মহি উদ্দিন প্রচার সম্পাদক সহ প্রতিটি ইউনিটের স্থানীয় সংগঠনের সকল সদস্য বৃন্দ।
সংগঠনটির একজন স্বেচ্ছাসেবক বলেন “আমাদের সংগঠনের মুখ্য উদ্দেশ্যই হচ্ছে জনকল্যাণে কাজ করা করা, আশা করছি ভবিষ্যতেও কাজগুলো অব্যাহত রাখতে পারব”
পলাশের এ সংগঠনটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন দুর্যোগে অসহায় হতদরিদ্র এমনকি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সহায়তার কাজ করে সংগঠনটির কর্মীরা।