নরসিংদী যুব শক্তি সমাজ সংঘের ইফতার বিতরণ

আগের সংবাদ

হাসপাতাল থেকে নবজাতক চুরি করে ২ হাজার টাকায় বিক্রি, পরে উদ্ধার

পরের সংবাদ

পথশিশুদের পাশে ঈদ উপহার নিয়ে সেভ দ্যা টুমরো

আকরাম হোসেন

প্রকাশিত: মে ১০, ২০২১ , ১২:৪৮ পূর্বাহ্ণ

শ্রক্রবার সেভ দ্যা টুমরো নরসিংদী শাখারা পক্ষ থেকে অসহায়, পথশিশু, ছিন্নমূল শিশুদের মাঝে ঈদ উপলক্ষে নতুন জামা উপহার প্রদান করা হয়।

“সেভ দ্যা টুমরো ” নরসিংদী জেলায় পথশিশুদের নিয়ে কাজ করে। পথশিশুদের শিক্ষা দান থেকে শুরু করে বিভিন্ন সময়ে প্রয়োজনীয় উপকরণ তাদের মাঝে বিতরণ করা হয়। কখনো খাবার, বই খাতা,নতুন জামা সহ বিভিন্ন উপকরণ।

তারই ধারাবাহিকতা, ঈদ -উল ফিতরকে কেন্দ্র করে পথশিশুদের নতুন জামাকাপড় উপহার দেয়! সংগঠনটি ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক কাজের জন্য সেভ দ্যা টুমরো ব্যাপক প্রশংসা অর্জন করে।নরসিংদীবাসী তাদের এই কার্যক্রমকে স্বাগত জানিয়ে তাদের জন্য শুভকামনা জানায়।