নরসিংদীর করোনা পরিস্থিতির অবনতি হচ্ছে

আগের সংবাদ

সাংবাদিকের উপর হামলায় দোষীদের গ্রেপ্তারে পুলিশের উদাসীনতায় ক্ষোভ

পরের সংবাদ

‘রায়পুরা ব্লাড ডোনার্স’-এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আকরাম হোসেন

প্রকাশিত: এপ্রিল ২০, ২০২১ , ৬:১৫ অপরাহ্ণ

মঙ্গলবার (২০ এপ্রিল) তারিখে “রায়পুরা ব্লাড ডোনার্স” এর দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী!

২০১৯ সালের ২০ এপ্রিল, ” যদি আমার রক্তে বাঁচে প্রাণ, আমি করবো রক্তদান” এই স্লোগানকে ধারণ করে যাত্রা শুরু করে। প্রথমে এর সদস্য সংখ্যা সীমিত থাকলে ও দিন দিন এই সংগঠনে সদস্য সংখ্যা বৃদ্ধি পেতে থাকে।

তৃণমূল পর্যায়ে জনগণের বিপদে সেচ্ছায় রক্তদান করে থাকেন। কখনো প্রসুতি মায়ের জন্য, কখনোবা রক্তশূন্যতার রোগী, মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে ছুটে চলে একদল সেচ্ছাসেবী।

“রায়পুরা ব্লাড ডোনার্স “এর বর্তমান সদস্য সংখ্যা ৩১৩ জন। যা প্রতিনিয়ম বৃদ্ধি পাচ্ছে।

“রায়পুরা ব্লাড ডোনার্স ” নিয়ে সুশীল সমাজের অনেকেই বলেন রায়পুরা ব্লাড ডোনার্স খুব ভালো কাজ করছে, তারা এভাবে কাজ করলে সমাজে মানবিকতার ঘাটতি দূর হবে। সমাজ হয়ে উঠবে মানবিক! পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালোবাসা সহ সুসম্পর্ক তৈরি হবে।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে,সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নাজমুল বলেন, রক্তের প্রয়োজনে রায়পুরা ব্লাড ডোনার্স কাজ করতে চায় অাজীবন।সকলের দোয়া,ভালোবাসা আর সহযোগীতা নিয়ে রায়পুরা ব্লাড ডোর্নাস এগিয়ে যেতে চায় দূর বহুদূর।

 

আকরাম হোসে

নরসিংদী মিরর!

নরসিংদী।