করোনার ২য় ঢেউ মোকাবেলায় গত বছরের মত আবারো মাঠে নেমেছে নরসিংদীর পলাশ উপজেলার অন্যতম সামাজিক সংগঠন উদ্দীপ্ত তারুন্য পরিবার এর সদস্যরা।
৫ এপ্রিল (সোমবার) সকালে পলাশ উপজেলার সকল গ্রাম, হাট-বাজার, ও জনসমাগম এলাকায় সচেতনতা মূলক মাইকিং ও মাস্ক বিতরন এর মধ্যে দিয়ে করোনার ২য় ঢেউ প্রতিরোধে মাঠে নেমেছে উদ্দীপ্ত তারুণ্য পরিবার এর সদস্যরা।
গত বছরে উদ্দীপ্ত তারুণ্য পরিবার থেকে সদস্যরা মাস্ক বিতরন, জনসচেতনতা মূলক মাইকিং, জীবানুনাশক স্প্রে, লিফলেট, অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ সহ সমাজের সকল উন্নয়ন ও সেবা মূলক কাজে উদ্দীপ্ত তারুণ্য পরিবার থেকে সদস্যরা পাশে ছিল।
উদ্দীপ্ত তারুণ্য পরিবার এর সদস্যরা জানান,,,, আমরা গত বছর করোনা প্রতিরোধে যেভাবে সকলের পাশে থেকে কাজ করেছি এবারো করোনার ২য় ঢেউ প্রতিরোধে সবার পাশে থেকে কাজ করব। করোনা প্রতিরোধে মানুষকে সচেতন করা সহ সকল কাজে আমরা সবার পাশে থেকে কাজ করে যাব।