করোনার প্রাদুর্ভাব দিন দিন বেড়ে যাচ্ছে। বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। অথচ মানুষের মধ্যে এখনো সচেতনতার অনেক কমতি। শারীরিক দূরত্ব ও মাস্ক পরিধান এখনো শতভাগ নিশ্চিত হয়নি।
এরই প্রেক্ষিতে সবাইকে নিয়ে একসঙ্গে সুস্থভাবে বেঁচে থাকার জন্য সচেতনতা ও মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করেছে পলাশ থানা পুলিশ।
বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত মহামারি করোনা ভাইরাসে গণসচেতনতা সৃষ্টি লক্ষে তারই অংশ হিসেবে
আজ রবিবার (২১ই ফেব্রুয়ারি )পলাশ থানার অফিসার ইনর্চাজ শেখ মোঃ নাসির উদ্দিন নেতৃত্বে পলাশে বিভিন্ন জায়গায় সচেতনার পাশাপাশি সর্ব সাধারণের নিকট মাস্ক বিতরণ কার্যক্রম করেছেন।আরো উপস্থিত ছিলেন ঘোড়াশাল ফাড়ির অফিসার মো: জহির হোসেন।
নভেল করোনাভাইরাসের সংক্রমণে ফ্লুর মত উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে তাকে বলা হচ্ছে কভিড-১৯। এ রোগের বিরুদ্ধে লড়তে বিশেষজ্ঞরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর।
এ বিষয়ে মানুষকে সচেতন করতে সরকারের তরফ থেকে বিভিন্নভাবে প্রচার চালানো হচ্ছে। সংবাদমাধ্যমগুলোও নানাভাবে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সচেতনতামূলক বার্তাগুলো প্রচার করছে।